ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্যকারী কফির ৫টি ফেসপ্যাক

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্যকারী কফির ৫টি ফেসপ্যাক



ক্লান্তি অবসাদ দূর করতে কফির তুলনা নেই এক কাপ কফি দূর করে দেয় আমাদের সকল ক্লান্তি শুধু ক্লান্তি দূর করতে নয় রূপচর্চায়ও রয়েছে কফির গুরুত্বপূর্ণ ভূমিকা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, বলিরেখা দূর, ত্বক মৃসণ এবং কোমল করতে কফির ফেসপ্যাক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ত্বকের ধরণ বুঝে কফির প্যাকের ভিন্নতা রয়েছে আসুন জেনে নিই ত্বকের ধরণ অনুযায়ী কফির কিছু কার্যকরী প্যাক সমন্ধে--
১। কফি, টকদই এবং ওটমিল-
কফি এবং ওটমিল উভয় এক্সফলিয়েটিং উপাদান দিয়ে সমৃদ্ধ। যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক নরম ও কোমল করে তোলে।প্রথমে এক টেবিল চামচ কফি, এক টেবিল চামচ ওটমিল এবং টকদই একসাথে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে নিন। ২৫-৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন
২। কফি মধুর প্যাক-
এক চা চামচ মধু এবং চা চামচ কফি পাউডার মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার ভাল করে মুখে এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর যখন প্যাকটি শুকিয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি পাউডারে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি যা ত্বককে মসৃণ আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে থাকে। এটি স্বাভাবিক ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী এবং দরকারী
৩। অলিভ অয়েল কফির প্যাক-
অলিভ অয়েল কফির প্যাক শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য অনেক বেশী দরকারী। চা চামচ কফি পাউডার এবং চা চামচ অলিভ অয়েল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। -১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ভালো ধুয়ে ফেলুন
৪। কফি কোকো পাউডারের প্যাক-
এটি তৈলাক্ত ত্বকের উপযোগী। চা চামচ কোকো পাউডার, চা চামচ কফি পাউডার এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার এটি মুখ ঘাড়ে ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি এবং কোকো পাউডারে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে সাহায্য করে। আর মধু আপনার ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে
৫। দুধ কফির প্যাক-
এটি সব ধরণের ত্বকের জন্য প্রযোজ্য। চা চামচ কফি পাউডার এবং চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ম্যাসাজ করে মুখে লাগান। এটি মূলত ত্বকের ময়লা পরিষ্কার করে থাকে
!!!এধরনের আরও সাহায্যমূলক পোষ্ট পেতে আমাদের পেইজ এ ফলো(follow)করুন!!!

Previous
Next Post »