মুখমন্ডলে ব্রণ হলে ভুলেও করবেন না যে ৫টি কাজ

মুখমন্ডলে ব্রণ হলে ভুলেও করবেন না যে ৫টি কাজ



ব্রণ সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা বললেই চলে বতূমানে ছেলে মেয়ে উভয়কে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় ব্রণের এই সমস্যা নিয়ে সবাই বেশ বিরক্তবোধ করেন যদিওবা ব্রণ চলে যায় তারপরেও থেকে যায় এর জেদী দাগ আর এই দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় শত শত ক্রিম অথচ ব্রণের দাগের জন্য কিছুটা আপনি দায়ী এটা কি আপনি জানেন আপনার কিছু অভ্যাসের কারণে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হচ্ছে ব্রণ হলে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিতআসুন সেগুলো জেনে নিই--

অতিরিক্ত মুখ ধোয়া

দিনে দুই বার মুখ ধোয়া ত্বকের জন্য খুবই ভাল। এটি ত্বকের উপর জমে থাকা ময়লা ধুলো বালি দূর করে ত্বক পরিষ্কার রাখে। কিন্তু ব্রণের সময় দিনে একবার মুখ পরিষ্কার করা উচিত। অতিরিক্ত মুখ ধোয়া ত্বক শুষ্ক করে দেয়। শুষ্ক ত্বকে তেল বেশি উৎপন্ন হয়। যা ব্রণ হওয়ার প্রবণতা বৃদ্ধি করে

অতিরিক্ত এক্সফলিয়েট

সপ্তাহে কয়েকবার এক্সফলিয়েট করা ত্বকের জন্য ক্ষতিকর। এতে ব্রণের মুখ ভেঙ্গে যায়, ভেতরে থাকা ব্যাকটেরিয়া ত্বকে ছড়িয়ে আরও ব্রণ সৃষ্টি করে।সেজন্য ব্রণের সময় এক্সফলিয়েট করা থেকে বিরত থাকুন

ব্রণে নখ ব্যবহার করা

ব্রণ হলে বেশীরভাগ মেয়েদেরকে একটি কাজ করতে দেখা যায় তা হল ব্রণ নখ দিয়ে খোঁচানো। আর এই কাজটি ত্বকে ব্রণের দাগ স্থায়ী করে দেয়। ব্রণ নখ দিয়ে খোঁচানো, চুলকানো থেকে বিরত থাকুন

অতিরিক্ত পণ্যের ব্যবহার

ব্রণ দূর করার জন্য নানা রকম পণ্য ব্যবহার করা হয়। কখনও পেস্ট আবার কখন দারুচিনির গুঁড়ো। একই ব্রণে নানা পণ্য ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার পাশাপাশি ত্বকে ব্রণ স্থায়ী হয়ে যায়

খুশকি থেকে দূরে থাকুন

খুশকি থেকে অনেক সময় ব্রণ দেখা দেয়। নিয়মিত চুল পরিষ্কার রাখুন। চুলে খুশকি দেখা দিলে তা দূর করার ব্যবস্থা করুনতা না হলে ব্রণের প্রভাব বেড়ে যায়।

!!!এধরনের আরও সাহায্যমূলক পোষ্ট পেতে আমাদের পেইজ এ ফলো(follow)করুন!!!

Previous
Next Post »