সুন্দর চেহারার জন্য এই ১০টি জিনিস ভুলেও আপনার মুখে লাগাবেন না

সুন্দর চেহারার জন্য এই ১০টি জিনিস ভুলেও আপনার মুখে লাগাবেন না

বুঝে না বুঝে প্রতিদিন অনেক কিছুই তো করে ফেলি আমরা একটি বারও কি ভাবি যে এসবের মাধ্যমে নিজেদের স্বাস্থের ত্বকের কী ধরনের ক্ষতি করে চলেছি? যেমন ধরুন, বিভিন্ন উৎসব উপলক্ষে মুখে আলপনা এঁকেছেন কমবেশি সবাই, ডিওডোরেনট মাখতে গিয়ে মাঝে মাঝে মুখে লেগেই যায় একটু বেখেয়ালে, অনেকে লোশন ব্যবহার করেন মুখেও কিন্তু জানেন কি, এসব হতে পারে আপনার ত্বকের অনেক বড় সমস্যার জন্য দায়ী? চলুন, চিনে নিই এমন ১১টি বস্তু যা ভুল করেও কখনো মুখে লাগাবেন না—

) হেয়ার স্প্রে যদি ব্যবহার করতেই হয়, তাহলে অবশ্যই মুখ ঢেকে তবেই মাখুন। এতে থাকে lacquers alcohol যা ত্বক রুক্ষ করে তোলে, অকালে বলিরেখা, এলার্জির জন্য দায়ী
) ডিওডোরেনট আপনার আন্ডারআর্মে ঘাম প্রতিরোধ করে মানেই এটা নয় যে আপনার মুখেও সেটা ঘাম হতে দিবে না। অনেক মেয়েই বেশী চালাকি করে ডিওডোরেনট মুখে স্প্রে করেন মেকআপ সেট রাখার জন্য বা কিছুক্ষণ কম ঘামার জন্য এই কাজটি ভুলেও করবেন না
) চুলে রঙ করতে গিয়ে খেয়াল রাখুন যে রঙ যেন মুখে না লাগে। আর অনেকেই চুলের কালার ম্যাচ করার জন্য ভ্রু কালার করান যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর
) ডালডা বা ঘি জাতীয় কোন দ্রব্য কখনো মুখে লাগতে দেবেন না। এই পণ্যগুলো মুখের জন্য অত্যন্ত ভারী লোমকূপ বন্ধ করে দিতে যথেষ্ট
) হ্যাঁ, শ্যাম্পু আপনার মাথার ত্বক চুলকে পরিষ্কার রাখে। কিন্তু শ্যাম্পু আপনার মুখের ত্বকের জন্য ভালো  নয় চুলে শ্যাম্পু করার সময় সাবধানে করুন যেন মুখে না লাগে
) হেয়ার সিরামের নামের সাথেসিরামশব্দটি আছে বলেই ধরে নেবেন না যে সেটি আপনার ত্বকের জন্য ভালো। চুলের জন্য যেসব সিরাম যা সম্পূর্ণই মাথার চুলে ব্যবহারের জন্য তৈরি আর সেটাকে সেই কাজেই ব্যবহার করুন
) বিশেষ করে আমাদের দেশে অনেকেই বডি লোশন মুখে মেখে থাকেন। মনে করেন যে যেটা শরীরে মাখা যায় সেটা মুখে মাখলে কী এমন ক্ষতি হবে। তবে সত্য এটাই যে বডি লোশন আপনার মুখের কোমল ত্বকের জন্য অনেক বেশী ভারী যা উপকার না করে শুধু ক্ষতিই করে। এটা নানান রকম সুগন্ধী উপাদান থাকে যা মুখের জন্য ভালো নয়।
) ফুট ক্রিম বা পায়ে মাখার ক্রিম বা কোন ধরণের ভ্যাসেলিন জাতীয় পণ্য ভুল করেও কখনো মুখে স্পর্শ করাবেন না
) শিশুরা খেলার সময় কখনোই নেইলপলিশ দিয়েও আঁকিবুঁকি করে মুখে। অনেককে নেইলপলিশ দিয়ে কপালে টিপ আঁকতেও দেখা যায়। কখনোই এই ভুলটি করবেন না মুখে থেকে দূরে রাখুন এই ক্ষতিকর রাসায়নিক
১০) ভিনেগার অনেক ঘরোয়া চিকিৎসায় কাজে লাগলেও আপনার মুখ থেকে দূরে রাখুন ভিনেগার ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে তবেই মুখে হাত দিন
!!!এধরনের আরও সাহায্যমূলক পোষ্ট পেতে আমাদের পেইজ এ ফলো(follow)করুন!!!
Oldest