বাচ্চাদের গ্রোথ বাড়ানোর জন্য অভিভাবকরা কী না কী করে থাকেন।
আর
এর
জন্য
অনেক
সময়ই
বাচ্চাদের বাজার চলতি প্রিজ়ারবেটিভ দেওয়া দুধ খাওয়ানো হয়।
আবার
অনেক
সময়
তাদের
গ্রোথের
জন্য
বিভিন্ন
ওষুধও
খাওয়ানো
হয়। তবে ওষুধ বা প্রিজ়ারবেটিভ দেওয়া দুধ খাওয়ার ফলে বাচ্চাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে।
কিন্তু,
অনেকেই
হয়ত
জানেন
না
যে
ডিম
বাচ্চাদের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে।
সমীক্ষা থেকে দেখা
গেছে,
বাচ্চাদের
যদি
রোজ
একটা
করে
ডিম
দেওয়া
যায়
তাহলে
তাদের
বিকাশ
খুব
ভালো
হয়। রোজ একটা
করে
ডিম
খেলে
৪৭
শতাংশ
হারে
বাড়তে
থাকে
বাচ্চার
বিকাশ
ও
বৃদ্ধি
হয়
৭৪
শতাংশ।
৬ থেকে ৯
মাস
বয়সি
বাচ্চাদের
উপর
একটি
সমীক্ষা
চালানো
হয়। বাচ্চাদের কয়েকটি
ভাগে
ভাগ
করে
নেওয়া
হয়। তার মধ্যে
এক
দল
বাচ্চাকে
রোজ
ডিম
দেওয়া
হয়
ও
অন্য
দলকে
ডিম
দেওয়া
হয়নি। ৬ মাস ধরে
এই
সমীক্ষা
চালানোর
পর
দেখা
যায়,
যে
দলকে
ডিম
দেওয়া
হয়েছিল
সেই
দলের
বাচ্চাদের
পর্যাপ্ত
পরিমাণে
বিকাশ
ও
বৃদ্ধি
হয়েছে।
সব থেকে
বড়
কথা
হল
ডিম
সহজলোভ্য। আর এর
দামও
খুব
একটা
বেশি
নয়। তাই ডিম
কেনার
ক্ষেত্রেও
খুব
একটা
সমস্যা
হয়
না। যেমন খুশি
রান্না
করে
এটা
খেলেই
হল।
!!!এধরনের আরও সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের পেইজ এ ফলো(follow)করুন!!!